User talk:Ku.sumon

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
Welcome to Wikimedia Commons, Ku.sumon!

-- Wikimedia Commons Welcome (talk) 15:15, 13 October 2014 (UTC)[reply]

Quality Image Promotion

[edit]
Your image has been reviewed and promoted

Congratulations! A Smiling boy from Bangladesh.jpg, which was produced by you, was reviewed and has now been promoted to Quality Image status.

If you would like to nominate another image, please do so at Quality images candidates.

We also invite you to take part in the categorization of recently promoted quality images.
Comments  Support Nice One! --Shishir 09:10, 7 January 2017 (UTC)[reply]

--QICbot (talk) 05:19, 10 January 2017 (UTC)[reply]

বিশ্বের সর্ববৃহৎ ছবি প্রতিযোগিতায় অংশ নিন

[edit]

সুপ্রিয় Ku.sumon,

উইকিমিডিয়া বাংলাদেশ-এর আয়োজনে দেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে বাংলাদেশে চতুর্থবারেরমত চলছে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস ২০১৯। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতা পাতায় দেয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য @WLMBangladesh অনুসরণ করুন।

আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে ইমেইল করুন wlm@wikimedia.org.bd ঠিকানায়। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ! আপনি এই বার্তাটি পাচ্ছেন কারণ আপনি এর পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন

#wlmBangladesh আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান, মঙ্গলবার ২০:২৮, ০৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

বাংলাদেশে উইকি লাভস আর্থ ছবি প্রতিযোগিতা পুনরায় শুরু হয়েছে!

[edit]
সুপ্রিয় Ku.sumon! উইকিমিডিয়া বাংলাদেশ-এর আয়োজনে দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে বাংলাদেশে চতুর্থবারেরমত শুরু হয়েছে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা উইকি লাভস আর্থ ২০২০। এক মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ১ জুন, সোমবার থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

প্রতিযোগিতা পাতায় দেয়া তালিকা থেকে বাংলাদেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের যেকোনো সময় তোলা ছবি জুন মাসে জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি দেশ থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক বিচারকদের কাছে পাঠানো হবে এবং সব দেশের ছবি থেকে সেরা ১৫টি ছবি আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।

  • ২০২০ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: উইকি লাভস আর্থ ২০২০
  • আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে ইমেইল করুন wle@wikimedia.org.bd ঠিকানায় অথবা যোগদান করতে পারেন ফেসবুকের facebook.com/groups/wlebangladesh গ্রুপে।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য @WLEBangladesh অনুসরণ করুন। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ!

#wleBangladesh দলের পক্ষে,
নাহিদ সুলতান, শনিবার ১৭:০৭, ০৬ জুন ২০২০ (ইউটিসি)

আপনি এই বার্তাটি পাচ্ছেন কারণ আপনি এর পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত ছবি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন