User:Nazmus Sakib

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
নাম: নাজমুস সাকিব
  • নাম: নাজমুস সাকিব
  • জন্ম: ১৫ নভেম্বর ২০০০
  • ঠিকানা: নারায়ণপুর, শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
  • জাতীয়তা: বাংলাদেশী
  • দেশ: বাংলাদেশ
  • বর্তমান অবস্থান: ঢাকা, উত্তরা
  • ভাষা: বাংলা
  • পেশা: শিক্ষক
  • ধর্ম: ইসলাম

প্রাথমিক শিক্ষা

[edit]

প্রাথমিক শিক্ষা মানেই জীবন গঠন শুরু। প্রাথমিক শিক্ষা শুরু হয় নারায়ণপুর ব্যাগম ইয়া কুবেন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, এই স্কুলটি কুমিল্লা জেলার, ব্রাহ্মণপাড়া উপজেলা|ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর গ্রামে অবস্থিত। প্রাথমিক শিক্ষা এই বিদ্যালয় থেকে শুরু হলেও বেশিদিন এই বিদ্যালয় এর মধ্যে পড়াশোনায় সময় দিতে পাড়িনি। প্রাথমিক শিক্ষা শুরু আবার (2009) সালে মল্লিকা দিঘী আলী মিয়া কিন্ডার গার্ঢেন থেকে, এই স্কুলটি কুমিল্লা জেলার, ব্রাহ্মণপাড়া উপজেলা মল্লিকা দিঘী গ্রামে অবস্থিত, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মৃত্যু এবং কিছু ভুল কার্যকলাপের জন্য এই স্কুলটি বন্ধ হয়ে যায়। কিন্তু আমার প্রাথমিক শিক্ষা সময় কেটে যায় এই স্কুল থেকে। (2013) সালে প্রাথমিক শিক্ষা সমাপনীর মাধ্যতে 4.42 এই গ্রেড অর্জন করে প্রাথমিক শিক্ষা, সমাপ্তি করি।

মাধ্যমিক শিক্ষা: শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

[edit]

“শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়” থেকে আমার জীবনের মাধ্যমিক পড়াশোনার যাত্রা শুরু 2014 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। শিক্ষকের আদর স্নেহের মাধ্যমে এবং সকলের সহযোগিতায় আমার পড়াশোনার মান অনেক ভালই হয়েছিল। ধাপে ধাপে ক্লাস অষ্টম শ্রেণী শেষ করে, নবম শ্রেণীতে সাইন্স বিভাগ নিয়ে পড়াশোনা শুরু। বাংলা ইংরেজি, গণিত এছাড়াও সব জেনারেল বিষয়গুলোর প্রতি পড়াশোনার মনোযোগি যেমনটাই ছিল, তার থেকে আরবী পড়াশোনার প্রতি আমার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। তাই আরবী পড়ালেখার মাধ্যমে জীবন গড়ার জন্য “শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়” থেকে ঢাকায় চলে আসি 2017 সালের জুলাই মাসের 1 তারিখ । এর সাথে আমার মাধ্যমিক পড়াশোনার সমাপ্তি ঘটে।

মাদরাসায় শিক্ষা ও কর্মস্থল ১: সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন

[edit]

নিজের আগ্রহকে বাস্তবায়ন করার জন্য 2017 সালের জুলাই মাসের 1 তারিখ সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন ঢাকা, উত্তরায় চলে আসি। সহীহ্ কুরআন শিক্ষা এবং কম্পিউটার আপারেটর সিষ্টেম এর উপরে প্রায় 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করি এই প্রতিষ্ঠান থেকে। 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করার পর 2018 সালের জানুয়ায়ী মাসের 1 তারিখ থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রমের দায়িত্ব পালন শুরু। কুরআন শিখানোর পাশাপাশি কম্পিউটার অপারেটর সিষ্টেমের সকল কার্যক্রমের দায়িত্ব পালন করেছি একটানা ৫ বছর। ২০২২ সালের জুন মাসের ৩০ তারিখ আমর কর্মস্থল ১ এর সমাপ্তি হয়।

কর্মস্থল ২: আমজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

[edit]

আমার কর্মস্থান ২ হলো আমজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এটি উত্তরা ১০ নং সেক্টর, ১ নং রোল ফুলবাড়িয়াতে অবস্থিত। ২০২২ সালের জুলাই মাসের ২৪ তারিখ থেকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন শুরু। বর্তমানে অম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বরত রয়েছি ...........

যোগাযোগ

[edit]

ইমেইল: sakib@esteembd.com