User:H.M Humayum kabir

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

আমার জীবনের অনেক কিছুই নিজ দায়িত্বে পরিবর্তন হয়ে যায় - যা আমি করি না,যার জন্য আমি সর্বোপরি অপরাধী নই, যা জীবনে ঘটে যায় তা সুখকর না হলেও সে সময়টা এতটাই শিক্ষা দেয় যা আমার ভালো সময়টা দেয় না।কারন যে আমাকে প্লান করে পাঠিয়েছে সে আমাকে বুঝিয়ে দেয় তোমার জন্য আমি ভালো প্লান সাজিয়ে রেখেছি।

সময়গুলো যদি আজ, কাল,পরশু বা ১মাস,৬মাস,৫ বছর না ভেবে তখন, এখন আর একটু পর বা সকাল বেলা,দুপুর বেলা বা সন্ধ্যেবেলা হিসেব করি এই পরিবর্তনটা আমার কাছে বিশাল মনে হয় কারন এই সল্প সময়ে মিরাকেল দেখি,ম্যাজিক দেখি।

জানি কাল ভালো থাকব না তবুও আজ আমি ভালো করে কাটিয়ে দেই কারন কালকের খারাপ এমনো হতে পারে যা আমি সামলাতে পারবে না।আবার কালকের ভালো এতটাই ভালো হতে পারে যা আমি কল্পনাও করনি।

হ্যা অনেক নির্দেশনা আছে,নিয়ম আছে,মানার আছে,জানার আছে কিন্তু বিশ্বাস করেন পাশের বাসার মানুষটির গোছানো জীবন আরো একটু গোছাতে গিয়ে আমি ধ্বংস হতে দেখেছি,খুব ভালো আছি জেনেও আরো ভালো করতে গিয়ে কর্মময় ব্যক্তিটিও কর্মহীন হয়ে রয়েছে।

ভালো লাগে মানুষের  ঐ দু: সময়টাতে একটু পাশে দাঁড়াতে পেরে।মনে হয় তার পাশে দাড়ানোটাই আমার আনন্দের।


Humayun Kabir Prodhan __