Bangla subtitles for clip: File:What is Wikipedia Zero?.webm

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
1
00:00:03,213 --> 00:00:05,144
আমরা একসাথে তৈরি করছি 

2
00:00:05,144 --> 00:00:08,137
যে কোনো সময়ের থেকে সবচেয়ে বড় ও সমৃদ্ধ বিশ্বকোষ 

3
00:00:08,137 --> 00:00:09,967
উইকিপিডিয়া।

4
00:00:10,181 --> 00:00:14,313
এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়; এমনকি বিনামূল্যে পড়া, সম্পাদনা কিংবা অন্যের সঙ্গে ভাগাভাগিও করে নেয়া যায়।

5
00:00:14,316 --> 00:00:17,442
দুইশ'র ও বেশি ভাষায় এটি পাওয়া যায় 

6
00:00:17,443 --> 00:00:20,847
ব্যবহার করার জন্য দরকার শুধু ইন্টারনেট সংযোগ কিংবা মোবাইল ফোন

7
00:00:20,847 --> 00:00:24,498
বর্তমানে প্রায় প্রতি ৭ জন মানুষের মধ্যে ৬ জনেরই মোবাইল ফোন রয়েছে। 

8
00:00:24,500 --> 00:00:27,586
জ্ঞান বিনিময় করার ক্ষেত্রে মোবাইল প্রযুক্তি আগামী দিনের ভবিষ্যৎ 

9
00:00:27,586 --> 00:00:30,731
কোটি কোটি মানুষের কাছে এ পদ্ধতি ব্যবহার করে উইকিপিডিয়া পৌঁছানো সম্ভব

10
00:00:30,732 --> 00:00:34,000
যদিও উইকিপিডিয়ার তথ্য বিনামূল্যে ব্যবহার করা যায়,

11
00:00:34,001 --> 00:00:37,747
তারপরও অনেক মানুষ উইকিপিডিয়া ব্যবহারের ডেটা খরচ বহন করতে পারে না।

12
00:00:37,747 --> 00:00:42,426
এ জন্যই যে অলাভজনক প্রতিষ্ঠানটি উইকিপিডিয়ার প্রসারের জন্য কাজ করছে, তারা চালু করে উইকিপিডিয়া জিরো উদ্যোগ, 

13
00:00:42,427 --> 00:00:47,811
এটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে যাতে মোবাইলে উইকিপিডিয়া ব্যবহারের জন্য কোন ইন্টারনেট খরচ না লাগে।  

14
00:00:47,811 --> 00:00:50,921
উইকিপিডিয়া বিনামূল্যে ব্যবহারের এ উদ্যোগটি হয়তো খুবই ছোট মনে হতে পারে

15
00:00:50,926 --> 00:00:54,346
কিন্তু এই ছোট পরিবর্তনই সূচিত করেছে এক বড় পার্থক্যের। 

16
00:00:54,355 --> 00:00:56,645
শিক্ষার্থীরা চাইলেই তাদের বাসায় শিক্ষা ও গবেষণার কাজে এটি ব্যবহার করতে পারে। 

17
00:00:56,655 --> 00:00:58,205
চিকিৎসক পারেন চিকিৎসা সম্পর্কে জানতে। 

18
00:00:58,214 --> 00:01:01,367
ক্ষুদ্র ব্যবসায়ীরা নতুন কিছু উদ্ভাবনের জ্ঞান অর্জন করতে পারেন।

19
00:01:01,378 --> 00:01:05,144
সাধারণ মানুষ নিজেদের ইতিহাস, সমাজ এবং সাংস্কৃতি সম্পর্কে আরো বেশি বুঝতে পারেন।

20
00:01:05,144 --> 00:01:10,544
আমরা বিশ্বের সকল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাই জ্ঞানকে বিনামূল্যে বিতরনের সুযোগ করে দিতে।

21
00:01:10,544 --> 00:01:12,317
উইকিপিডিয়া আমাদের সবার।

22
00:01:12,317 --> 00:01:16,430
ভাবুনতো এমন এক পৃথিবীর কথা

23
00:01:16,430 --> 00:01:19,840
যেখানে প্রতিটি মানুষ সমস্ত জ্ঞান বাধাহীন ভাবে আদান প্রদান করতে পারবে। 

24
00:01:19,840 --> 00:01:23,020
উইকিপিডিয়া জিরো