Bangla subtitles for clip: File:Ikusgela-Mary Wollstonecraft.webm

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
1
00:00:03,830 --> 00:00:07,969
১৭৮৯ সালে ফরাসি বিপ্লব পালটে দেয় ইতিহাস , 

2
00:00:07,993 --> 00:00:11,770
গির্জা ও অভিজাতবর্গকে সরিয়ে ফেলে ক্ষমতা থেকে ।

3
00:00:12,340 --> 00:00:15,615
প্রতিদানে , বুর্জোয়ারা তাদের স্থান নেয় এবং

4
00:00:15,639 --> 00:00:18,680
সামাজিক সংস্থাসমূহে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করে ।

5
00:00:19,590 --> 00:00:21,618
কিন্তু কী সহ্য করে নারীরা  

6
00:00:21,642 --> 00:00:23,740
সেই নতুন তথাকথিত স্বাধীনতার সময়ে ?

7
00:00:24,160 --> 00:00:27,180
স্পয়লার : তারা একাকী ও নিপীড়িত হয়ে বসবাস করতেন ।

8
00:00:28,270 --> 00:00:31,335
কিন্তু , কিছু নারী তাঁদের উপর চাপিয়ে দেয়া ভার 

9
00:00:31,359 --> 00:00:34,710
প্রত্যাখ্যান করেন এবং তৎকালের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেন । 

10
00:00:35,160 --> 00:00:39,740
তাঁদের মধ্যে একজন হলেন ব্রিটিশ লেখিকা
এবং চিন্তাবিদ ম্যারি ওয়ালস্টোনক্রাফট ।

11
00:00:40,130 --> 00:00:43,868
তিনি এমন সব রচনা করেন , যাদের আমরা
বর্তমানে 'নারীবাদী' হিসেবে বিবেচনা করি ।

12
00:00:43,892 --> 00:00:46,886
তাঁর সময়ে এগুলো ছিল সম্পূর্ণরূপে সংঘাতমূলক ।

13
00:00:47,890 --> 00:00:51,800
১৭৫৯ সালের ২৭ এপ্রিল লন্ডনে

14
00:00:51,824 --> 00:00:56,010
এক বুর্জোয়া উচ্চ-মধ্যবিত্ত পরিবারে
তিনি জন্মগ্রহণ করেন ।

15
00:00:56,620 --> 00:01:01,050
খুব কম বয়স থেকেই তাঁকে দর্জি এবং 
শিক্ষিকা হিসেবে কাজ করা শুরু করতে হয় ।

16
00:01:01,700 --> 00:01:05,933
তিনি নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কারণ 

17
00:01:05,957 --> 00:01:10,480
শিক্ষা ছিল নারীদের ভাগ্য নির্ধারণের এক গুরুত্বপূর্ণ নিয়ামক ।

18
00:01:11,440 --> 00:01:14,494
কিন্তু ওয়ালস্টোনক্রাফট এর ছিল বুদ্ধিবৃত্তিক চিন্তা এবং

19
00:01:14,518 --> 00:01:17,390
তিনি তাঁর পেশাকে এই চিন্তার 
উপর ভিত্তি করেই গড়তে চান । 

20
00:01:18,590 --> 00:01:24,290
তিনি আরও ছিলেন একজন পেশাদার
লেখক , ঔপন্যাসিক এবং রচনাবিদ ।

21
00:01:25,690 --> 00:01:29,334
ফরাসি বিপ্লবের প্রতি আকৃষ্ট হয়ে তিনি
১৭৯২ সালে ফ্রান্সে চলে যান 

22
00:01:29,358 --> 00:01:33,221
এবং সেই বুদ্ধিবৃত্তিক পরিবেশে নিজেকে নিয়োজিত করেন 

23
00:01:33,245 --> 00:01:37,077
ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে সংঘাতের কারণে 

24
00:01:37,101 --> 00:01:40,800
নিজের জন্মস্থানে ফেরার আগ পর্যন্ত ।

25
00:01:42,491 --> 00:01:45,954
ম্যারি ফরাসি বিপ্লবকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন ,

26
00:01:45,978 --> 00:01:48,247
কিন্তু তিনি এর দ্বারা সৃষ্ট ভীতিকর ও পরাধীনতার

27
00:01:49,004 --> 00:01:52,990
পরিবেশের প্রতি ছিলেন সমালোচনামুখোর । 

28
00:01:53,800 --> 00:01:56,349
ম্যারি এমন সব চিন্তা - চেতনা গড়ে তোলেন , যা

29
00:01:56,373 --> 00:01:59,180
নারীবাদী চেতনার ভিত্তি হিসেবে কাজ করে ।

30
00:01:59,460 --> 00:02:04,216
তাঁর সবচেয়ে বিখ্যাত কর্ম হলো -

31
00:02:04,240 --> 00:02:08,486
"নারীর অধিকারের সত্যায়ন" 

32
00:02:08,511 --> 00:02:11,780
যা ১৯৭২ সালে প্রকাশিত হয় ।

33
00:02:12,080 --> 00:02:15,300
শিরোনামটি স্পষ্টভাবেই বইটির অন্ত:সারকে প্রকাশিত করে ।

34
00:02:15,600 --> 00:02:18,990
এখানে ম্যারি ওয়ালস্টোনক্রাফটের চিন্তাধারার
একটি সারমর্ম পাঁচটি ভাগে আলোচনা করা হলো -

35
00:02:19,240 --> 00:02:22,610
1-Gender differentiation
is not based on nature.
১- লিঙ্গ বিভেদ প্রকৃতির ভিত্তিতে নয় ।

36
00:02:23,380 --> 00:02:27,680
তৎকালীন সময়ে সমাজে পুরুষের যুক্তি 
ও স্বাধীনতা স্বীকৃত ছিল ।

37
00:02:28,000 --> 00:02:31,647
অপরদিকে , নারীকে গণনা করা হতো 
আবেগী জীব হিসেবে , যে ভোগ করার

38
00:02:31,671 --> 00:02:35,220
জন্য আদর্শ এবং নিজের জন্য সিদ্ধান্ত গ্রহণে অক্ষম ।

39
00:02:36,150 --> 00:02:38,719
ওয়ালস্টোনক্রাফট বলেন যে ,

40
00:02:38,743 --> 00:02:41,426
এই অসমতা সমাজের দ্বারা সৃষ্ট ;

41
00:02:41,450 --> 00:02:43,615
শিক্ষা , আইন এবং সংস্কৃতি 

42
00:02:43,639 --> 00:02:46,750
পুরুষ ও নারীদের ভিন্ন বৈশিষ্ট্য গড়তে বাধ্য করে ।

43
00:02:47,010 --> 00:02:49,656
অন্যকথায় , নারীও সক্ষম
44
00:02:49,680 --> 00:02:52,350
পুরুষের মতোই বিভিন্ন যোগ্যতা অর্জনের ।

45
00:02:53,700 --> 00:02:55,560
২- বিবাহ বিরোধী ।

46
00:02:56,550 --> 00:03:00,234
ওয়ালস্টোনক্রাফট বিবাহপ্রথার মুখোমুখি

47
00:03:00,258 --> 00:03:04,280
দাঁড়ান , কারণ তিনি বিশ্বাস করেন ,
এটি নারীদের অধীনতার অন্যতম কারণ ।

48
00:03:04,890 --> 00:03:07,167
তৎকালীন ইউরোপে , নারীরা 
অর্থনৈতিকভাবে ও আইনগতভাবে
49
00:03:07,191 --> 00:03:09,680
তাদের স্বামীদের উপর নির্ভরশীল ছিল ।

50
00:03:10,010 --> 00:03:13,048
পুত্র ও কন্যারাও ছিল স্বামীরই , যার

51
00:03:13,072 --> 00:03:16,270
তাদের সাথে প্রায় যেকোন কিছু ক্রার অধিকার ছিল ।

52
00:03:17,090 --> 00:03:22,290
একসময় তিনি নৈরাজ্যবাদী চিন্তাবিদ
উইলিয়াম গডউইনকে বিয়ে করেন ।

53
00:03:22,610 --> 00:03:26,410
তবে , কেবল তাঁর দ্বিতীয় কন্যার আইনগত নিরাপত্তার জন্য ।

54
00:03:27,510 --> 00:03:30,768
3-She presented reason
and emotions completely

৩- তিনি যুক্তি এবং আবেগকে দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় হিসেবে
55
00:03:30,792 --> 00:03:34,730
উপস্থাপন করেন , অনেক জ্ঞানদানকারী চিন্তাবিদদের মতো ।

56
00:03:35,120 --> 00:03:37,898
লেখিকার মতে , যুক্তিরই মানুষের
57
00:03:37,922 --> 00:03:40,664
কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হবে , আবেগের উপরে ।

58
00:03:40,688 --> 00:03:43,300
তিনি আবেগকে মূল্যায়ন করেন গৌণ বিষয় হিসেবে ।

59
00:03:43,870 --> 00:03:47,389
তথাপি , তাঁর শেষ গ্রন্থে তিনি

60
00:03:47,413 --> 00:03:50,006
এই পথ থেকে সরে যান এবং আবেগ 
নিয়ে তাঁর মনোভাব পরিবর্তন করেন 

61
00:03:50,030 --> 00:03:53,523
এবং জটিল ও সার্থকভাবে যুক্তি 

62
00:03:53,547 --> 00:03:56,190
ও আবেগের সম্পর্ককে উপস্থাপন করেন ।

63
00:03:57,470 --> 00:04:01,910
৪- ব্যক্তিগত ও সর্বজনীন এর মধ্যে বিভেদের বিরোধিতা ।

64
00:04:01,934 --> 00:04:03,914
উক্ত চিন্তায় ব্যক্তিগত ও সর্বজনীন

65
00:04:03,938 --> 00:04:06,100
এর মধ্যে পার্থক্য ছিল তীব্র ।

66
00:04:06,620 --> 00:04:10,704
বাসার বা পরিবারের মধ্যে যা করা হতো , 
তা বিবেচিত হত ব্যক্তিগত হিসেবে , 

67
00:04:10,728 --> 00:04:14,380
এবং এর কোনো সামাজিক নীতি মানতে হত না । 

68
00:04:14,850 --> 00:04:18,640
এ বিচারে , ওয়ালস্টোনক্রাফট একজন 
সমমনা চিন্তাবিদ ছিলেন না ।

69
00:04:18,900 --> 00:04:22,684
তিনি পুরুষ ও নারী সমতার জন্য ব্যক্তিগত ও সামাজিক

70
00:04:22,708 --> 00:04:26,000
সম্পর্কের পরিবর্তনের প্রয়োজন তুলে ধরেন ।

71
00:04:26,210 --> 00:04:29,743
তিনি বলেন , অনৈতিক সম্পর্ক ,
72
00:04:29,767 --> 00:04:33,620
যাকে আমরা এখন বিষাক্ত বলি ,
তাই জন্ম দেয় রাক্ষসদের । 

73
00:04:34,680 --> 00:04:38,411
৫- শেষ পর্যন্ত বিচক্ষণ চরিত্র ।

74
00:04:38,435 --> 00:04:42,330
ওয়ালস্টোনক্রাফট  সেসব চিন্তাবিদদেরও বিরোধিতা করেন ,
যাদের তিনি তাঁর সবচেয়ে নিকটস্থ মনে করতেন ।

75
00:04:43,270 --> 00:04:45,490
এর পরিষ্কার উদাহরণ হলো 
জান-জ্যাক রুসো ।

76
00:04:46,050 --> 00:04:49,980
তিনি এই মহান চিন্তাবিদ ও তার
বিভিন্ন ধারণার প্রশংসা করতেন ।

77
00:04:51,030 --> 00:04:54,730
কিন্তু তবুও কঠোরভাবে তার সমালোচনা করেন :


78
00:04:54,754 --> 00:04:58,411
রুসো বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিক 
শিক্ষা হতে নারীদের বহির্ভূত ঘোষণা করেন ।

79
00:04:59,480 --> 00:05:02,880
রুশোর মতে, নারীরা আসলে নির্ভরশীল ছিলো। 

80
00:05:04,020 --> 00:05:06,493
কিন্তু ব্রিটিশ চিন্তাবিদের বৈপ্লবিক চরিত্র

81
00:05:06,517 --> 00:05:09,430
শুধুমাত্র তার লেখার মাধ্যমেই গড়ে উঠেনি। 

82
00:05:09,930 --> 00:05:13,080
তিনি এই চিন্তাগুলোকে নিজের জীবনেও প্রতিফলিত করেছিলেন। 

83
00:05:13,790 --> 00:05:17,919
উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, তিনি চিত্রকর হেনরি ফুসেলের

84
00:05:17,943 --> 00:05:22,340
প্রেমে পরেন এবং ফুসেল ও তার স্ত্রীকে থ্রিসাম করার জন্য প্রস্তাব দেন। 

85
00:05:22,560 --> 00:05:24,545
কিন্তু না, তারা সেটা গ্রহণ করেননি। 

86
00:05:24,680 --> 00:05:29,090
তার পরবর্তী সম্পর্ক ছিলো আমেরিকান অভিযাত্রী গিলবার্ট ইমলের সাথে। 

87
00:05:29,460 --> 00:05:32,632
ওই সময়ের ধারণা মতে, এটা কোন স্বাভাবিক সম্পর্ক ছিলো না,

88
00:05:32,656 --> 00:05:35,730
তার সাথে বিবাহ ছাড়াই তাদের একটি মেয়ে ছিলো। 

89
00:05:36,220 --> 00:05:38,706
তার বিশৃঙ্খল ব্যক্তিগত জীবনের জন্য, 

90
00:05:38,730 --> 00:05:41,036
ওই সময়ের সমাজ তার কাজকে ঘৃণা করতে থাকে। 

91
00:05:41,060 --> 00:05:47,740
তার স্বামী, উইলিয়াম গডউইনের স্মৃতিকথা এক্ষেত্রে ভূমিকা রেখেছিলো। 

92
00:05:47,940 --> 00:05:52,044
ইতিহাসের ছায়ায় কয়েক বছর কাটানোর পর, 

93
00:05:52,068 --> 00:05:55,863
নারীবাদীরা তার আদর্শ পুনরায় উদ্ধার করতে সক্ষম হয় বিংশ শতাব্দীর মাঝামাঝিতে। 

94
00:05:56,270 --> 00:05:57,760
এবং তারা তার কাজকে রেফারেন্স হিসেবে উল্লেখ করতে থাকে। 

95
00:05:58,650 --> 00:06:02,746
উলস্টোনক্রাফটের মৃত্যু ছিলো খুবই তাৎপর্যপূর্ণ, তিনি তার মেয়ের জন্মের কিছুদিন পরই

96
00:06:02,770 --> 00:06:06,890
মারা যান, তার মেয়ের নাম ছিলো তারই নামে। 

97
00:06:07,500 --> 00:06:09,420
তার মেয়ে বেঁচে যায়। 

98
00:06:09,470 --> 00:06:11,575
উলস্টোনক্রাফটের মেয়ে তার বিয়ের পর যে নাম এবং পদবি গ্রহণ 

99
00:06:11,599 --> 00:06:13,785
করেছিলেন তা হলোঃ মেরি শেলি।

100
00:06:13,810 --> 00:06:15,320
পরিচিত লাগছে নিশ্চয়ই?

101
00:06:15,820 --> 00:06:17,241
হ্যাঁ। 

102
00:06:17,290 --> 00:06:21,800
ফ্র্যাঙ্কেনস্টাইনের বিখ্যাত লেখিকা ছিলেন উলস্টোনক্রাফটেরই মেয়ে। 

103
00:06:22,123 --> 00:06:24,180
যেমন মা, তেমনই তার মেয়ে।