উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী উইকিমিডিয়ার চ্যাপ্টার, দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজন করা হয়। অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গিনেজ রেকর্ডের বই অনুযায়ী, এই প্রতিযোগিতার ২০১১ সালের সংস্করণটি সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতার বিশ্ব রেকর্ড ভাঙে। ২০১৩ সালে, উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতা এন্টার্কটিকাসহ ছয়টি মহাদেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিশ্বজুড়ে ৫০টি দেশ থেকে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হল, প্রতিটি দেশের ঐতিহাসিক নিদর্শন বা স্থাপনার ছবির একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি ও স্থানীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত করা এবং ছবিগুলো মুক্ত লাইসেন্সে উন্মুক্ত করা যাতে সবাই ছবিগুলো ব্যবহার করতে পারে আলোকচিত্রীকে কৃতিত্ব প্রদান করার মাধ্যমে।
বাংলাদেশ এ বছর চতুর্থবারেরমত এই প্রতিযোগিতায় দেশের প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে পুরু সেপ্টেম্বর মাসজুড়ে। এই পাতাটি প্রতিযোগিতার বাংলাদেশী অংশকে উপস্থাপন করছে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করছে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সদস্যরা।
সময়ক্রম
শুরুর তারিখ: ১ নভেম্বর ২০২০
শেষের তারিখ: ৩০ নভেম্বর ২০২০
প্রতিযোগিতার ফলাফল প্রকাশ: জানুয়ারি ২০২১-এর শুরুর দিকে
এই প্রতিযোগিতায় আপনাকে একজন অংশগ্রহণকারী (চিত্রগ্রাহক), সাংগঠনিক স্বেচ্ছাসেবক, বা উভয় হিসাবে জড়িত হতে স্বাগত জানানো হচ্ছে। অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি শেয়ার করে আমাদের সাহায্য করুন। হ্যাশট্যাগ: #WLMBangladesh
নিচের তালিকা থেকে বাংলাদেশের যে কোন স্থাপনার ছবি প্রস্তুত করুন। এই সাইটে প্রবেশ করুন (উইকিপিডিয়া অ্যাকাউন্ট থাকলে একই ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড দিন) বা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার ছবির জন্য সঠিক নাম (ক্যাপশন) ঠিক করুন। যত খুশি তত ছবি আপলোড করতে নিচে থাকা আমাদের বিভাগের তালিকাতে ক্লিক করুন। প্রত্যেক বিভাগের প্রত্যেকটি স্থাপনার পাশে আপলোড বোতামটি পাবেন। আমাদের হ্যাশট্যাগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আপলোডের সাফল্যের কথা শেয়ার করতে পারেন: #WLMBangladesh। আর ফলাফলের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন! শুভ কামনা! (বিস্তারিত নিয়ম এবং প্রাজিপ্র)
প্রতিযোগিতা সম্পর্কে একটি ধারণা পাওয়ার জন্য আপনি আগের বছরের বিজয়ীদের দেখতে পারেন।
শর্তসমূহ
সমস্ত ভুক্তি অবশ্যই আপনার নিজস্ব কাজ হতে হবে। তবে ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত চিত্র গ্রহণযোগ্য নয়। যোগ্য হতে, সমস্ত ছবি নভেম্বর ২০২০-এর মধ্যে আপলোড করা আবশ্যক। সমস্ত ছবি অবশ্যই সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় লাইসেন্সকৃত হতে হবে। অংশগ্রহণকারীর অবশ্যই একটি সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে প্রয়োজনে আয়োজকরা যোগাযোগ করতে পারেন। (বিস্তারিত নিয়ম এবং প্রাজিপ্র)
আলোকচিত্র প্রতিযোগিতার জন্য নীচের তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত ভুক্তি এই প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে বিবেচিত হবে। অন্য কোন ভবন/স্থাপনা, তালিকায় অন্তর্ভুক্ত না থাকলে, তা প্রতিযোগিতার জন্য যোগ্য হবে না।