কমন্স:বাংলাদেশে উইকি লাভস মনুমেন্টস ২০১৬/নিয়ম ও প্রাজিপ্র

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
This page is a translated version of a page Commons:Wiki Loves Monuments 2016 in Bangladesh/Rules and FAQ and the translation is 100% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Wiki Loves Monuments 2016 in Bangladesh/Rules and FAQ and have to be approved by a translation administrator.
Wiki Loves Monuments
2016 in Bangladesh links:

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুধুমাত্র কয়েকটি সহজ নিয়ম অনুসরণ করতে হবে:

প্রতিযোগিতার নিয়ম সম্পর্কে প্রশ্ন

মৌলিক নিয়মগুলি কি কি?

  1. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছবি স্ব-গ্রহণ করা আবশ্যক এবং স্ব-আপলোড হতে হবে; বৈধ হতে, প্রতিটি ভুক্তি একটি স্থির আলোকচিত্র হতে হবে এবং তাদেরকে এই তালিকায় থাকতে হবে। কপিরাইট লঙ্ঘন করে এবং জালিয়াতি ধরা পড়লে এমন ভুক্তিকে অযোগ্য ঘোষণা করা হবে।
  2. বৈধ হতে, আপনাকে অবশ্যই উইকিমিডিয়া কমন্সে আপনার ভুক্তি ২০১৬'র সেপ্টেম্বর মাসে আপলোড করতে হবে। ছবিটি আপনি যখনই ধারণ করুন না কেন, সেটি আপনাকে শুধু ১ সেপ্টেম্বর ০০:০০ বিএসটি থেকে ৩০ সেপ্টেম্বর ২৪:০০ বিএসটির মধ্যে আপলোড করতে হবে।
  3. চিত্র যে কোন সফটওয়্যার ব্যবহার করে সম্পাদন বা প্রক্রিয়াজাত করা যাবে। তবে ওয়াটারমার্ক যুক্ত চিত্র গ্রহণযোগ্য নয়।
  4. ছবির জন্য পূর্বনির্ধারিত (বাই-ডিফল্ট) লাইসেন্সটি হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার অ্যালাইক ৪.০ (সিসি-বাই-এসএ ৪.০)। আপনি এই লাইসেন্সে সম্মত হলে প্রতিযোগিতায় ছবি দিতে পারেন; বাড়তি কিছু করতে হবে না।
  5. আপনি যত খুশি তত ছবি আপলোড করতে পারবেন।
  6. আপনার ছবির জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ যোগ করুন; ছবিটি কি সম্পর্কে, কোথায় এবং কখন এটি তোলা হয়েছিল তা লিখুন (যখন আপনি ছবি আপলোড করবেন তখন বিবরণ যোগ করার একটি বাক্স আসবে)। আপনি আগে থেকেই যুক্ত করা বিবরণ দেখতে পারেন যদি আপনি তালিকা থেকে আপলোড বোতাম ব্যবহার করেন।
  7. অংশগ্রহণকারীর একটি সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট থাকা আবশ্যক। যদি আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ই-মেইল ঠিকানা যোগ না করে থাকেন তাহলে Special:Preferences-এ যান, "Email options/ই-মেইল অপশন" অনুচ্ছেদে ই-মেইল যোগ করুন, "Enable email from other users/অন্য ব্যবহারকারীদেরকে আপনাকে ই-মেইল পাঠানোর অনুমতি দিন" লেখাযুক্ত বাক্সের পাশে টিকচিহ্ন দিন এবং আপনার কাজ শেষ হলে "Save/সংরক্ষণ" ক্লিক করুন। এরপর আপনার ইনবক্সে যান এবং আপনার ইমেল যাচাই করুন। দয়া করে এটি উপেক্ষা করুন যদি আপনি ইতোমধ্যে এটি কনফিগার করে থাকেন।

এই নীতিমালাগুলোর সাথে সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনি আপনার ছবিটি আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাবহারের অনুমতি দিচ্ছেন (উদাহরণ)। যদি আপনি এতে একমত না থাকেন তাহলে দয়া করে আপনার ব্যবহারকারী নামসহ আমাদের ইমেইল করুন।

অ-যোগ্য ভুক্তি

  1. ব্যক্তিগত ছবি; যেমন গ্রুপ আলোকচিত্র, মডেলিং আলোকচিত্র এবং সেলফি।
  2. ভিডিও এবং অন্যান্য ধরনের চলন্ত চিত্র।
  3. অ-আলোকচিত্রের কাজ, যেমন আঁকা বা সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা তৈরি কোন কাজ

বিচার করার মানদণ্ড

বিচারকগণ নিম্নলিখিত মাপদণ্ড বিবেচনা করে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজয়ীদের নির্ধারণ করবে (কোন নির্দিষ্ট অনুক্রমে নয়):

  • কারিগরী গুণমান (তীক্ষ্নতা, আলোর ব্যবহার, দৃষ্টিকোণ ইত্যাদি);
  • মৌলিকত্ব ও সৃজনশীলতার;
  • সম্ভাব্য উপকারিতা এবং উইকিমিডিয়া প্রকল্পে চিত্রের সামগ্রিক মান (এটির লাইসেন্স সহ)

স্থানীয় পুরস্কার

স্থানীয় বিচারক নিম্নলিখিত বিভাগে পুরস্কার দেয়া সংক্রান্ত সিদ্ধান্ত নিবেন:

  • শ্রেষ্ঠ চিত্র (১ম পুরস্কার)
  • শ্রেষ্ঠ চিত্র (২য় পুরস্কার)
  • শ্রেষ্ঠ চিত্র (৩য় পুরস্কার)
  • অন্য ৭টি অত্যন্ত প্রশংসিত চিত্র

সর্বাধিক সংখ্যক স্থাপনার ছবি আপলোডকারীকে সতন্ত্র পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও কমপক্ষে পাঁচটি বৈধ ছবি আপলোড করেছেন, এমন সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে।

পুরস্কার
  1. ১ম পুরস্কার: ২০,০০০ টাকা + ক্রেস্ট + সার্টিফিকেট + অন্য উপহার
  2. ২য় পুরস্কার: ১৫,০০০ টাকা + ক্রেস্ট + সার্টিফিকেট + অন্য উপহার
  3. ৩য় পুরস্কার: ১০,০০০ টাকা + ক্রেস্ট + সার্টিফিকেট + অন্য উপহার

আন্তর্জাতিক বিচারক এবং পুরস্কার সম্পর্কে

এই একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং প্রতিটি দেশ আন্তর্জাতিক বিচারকদের কাছে ১০টি আলোকচিত্র (স্থানীয় প্রতিযোগিতায় বিজয়ী থেকে) জমা দিবে। এরপর বিচারকগণ মনোনীত চিত্রগুলি থেকে চূড়ান্ত পর্বের বিজয়ীদের নির্ধারণ করবে এবং পুরস্কার প্রদান করবে। অনুগ্রহ করে এখানে আন্তর্জাতিক নির্বাচন প্রক্রিয়া দেখুন।

প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (প্রাজিপ্র)

আমি কি অংশ নিতে পারি এমনকি যদি আমি বাংলাদেশ ভিত্তিক না হই?
  • হ্যাঁ, অবশ্যই! দয়া করে বিনা দ্বিধায় অতীতে আপনার তোলা ছবি জমা দিন, উদাহরণস্বরূপ বাংলাদেশে একটি পূর্ববর্তী ছুটি কাটানোর সময়ের ছবি।
যদি আমি অংশগ্রহণ করি তাহলেও কি আমি আমার চিত্রের স্বত্বাধিকারী থাকব?
  • হ্যাঁ, এটা খেয়াল রাখা জরুরী যে আপনি এই প্রতিযোগিতায় আপনার অবদান রাখা সবকিছুর স্বত্বাধিকারী।
ছবির আকার কি রকম হওয়া উচিত?
  • চিত্র যত বেশি উচ্চ রেজোলিউশনের হবে তত বেশি ভাল হবে। আপনাকে সার্ভারের ডিস্কের স্থান নিয়ে চিন্তা করতে হবে না। সবসময় আপনার কাছে থাকা সর্বোচ্চ মানের ছবিটি আপলোড করুন।
আমি কি চিত্র আপলোড করতে পারি যেটা আমি নিজে তুলেছি ও ফ্লিকারের মত অন্য সাইটে প্রকাশ করেছিলাম?
  • হ্যাঁ, তবে সেক্ষেত্রে আপনাকে ছবিটি প্রথম যে সাইটে প্রকাশ করা হয়েছিল সেখানে লাইসেন্স 'all right reserved' (সর্বসত্ত্ব সংরক্ষিত) থেকে 'creative commons share-alike' (ক্রিয়েটিভ কমন্স শেয়ার-আলাইক)-এ পরিবর্তন করতে হবে।
কীভাবে আমি আমার পূর্বে আপলোড করা চিত্র দেখতে পারি?
  • আপনি যদি প্রবেশরত অবস্থায় থাকেন তাহলে আপনি ডান দিকের কোণায় শীর্ষে 'Uploads/আপলোড' লিঙ্ক দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন বা এখানে ক্লিক করুন এবং বাক্সে আপনার ব্যবহারকারী নাম লিখুন এরপর 'Go/যাও' ক্লিক করুন।

ছোট মুদ্রণ

এই প্রতিযোগিতা মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার এই নিয়ম পরিবর্তন করার বা বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। স্পনসরদের কোন রকম সমস্যায় আয়োজকগণ পুরস্কার জোগান দেয়ার দায়িত্ব কিংবা কোনো দায়বদ্ধতা গ্রহণ করে না। এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু যে কোন সংস্থার সাথে আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়। বিচারকরা কোনো পুরস্কার গ্রহণের জন্য যোগ্য নয় (যদিও অন্যথায় তাঁদেরকে চিত্র অবদান রাখার জন্য আমরা স্বাগত জানাই)।